Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খামারের অর্জনসমূহ

২০২০-২০২১ অর্থ বছরে ০১ জুন ২০২১ পর্যন্ত এ খামারে গড়ে প্রায় ১০৯০  টি লেয়ার হাঁস পালনের মাধ্যমে ১৪০৬১৬  টি ডিম উৎপাদন করা হয়। হ্যাচিং কার্যক্রম চালুর মাধ্যমে যা থেকে ৩৮৮৮৯৩ টি বাচ্চা উৎপাদন করা হয়। হ্যাচিং ডিম ছাড়া বাকি ডিম এবং বাচ্চা জনসাধাণের মধ্যে বিধি মোতাবেক বিক্রি করা হয়। খামারে ৩৩০০ টি বাচ্চা প্রতিপালন করা হয়। খামারটি গুণগত মান সম্পন্ন হাঁসের বাচ্চা উৎপাদন করে জনসাধারণের মধ্যে বিধিমত সরবরাহের মাধ্যমে খামার প্রতিষ্ঠানসহ কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন করা হয়। খামারীদের প্রশিক্ষন দেয়ার মাধ্যমে অত্র জেলায় নতুন নতুন হাঁস খামার তৈরি হয়েছে।  এছাড়া অত্র খামার হতে মাংস ও ডিমের যোগান দেয়ার ফলে দেশে প্রাণিজ আমিষের ঘাটতি সামান্য হলেও মিটানো সম্ভব হয়।